বগুড়ার শেরপুরে ধান কেটে মজুরি না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন পাঁচ দিনমজুর। গতকাল সন্ধ্যায় শেরপুর থানায় গিয়ে তারা এ অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী শ্রমিকরা হলেন- উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের আবদুল হান্নান, মির্জাপুর ইউনিয়নের হাফিজুর রহমান, আশরাফ আলী, রিপন ও হুমায়ুন কবির। ওসি শফিকুল ইসলাম জানান, তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।