বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাটের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। কালিয়ার বেন্দারচর এলাকার বিএনপি নেতা গোলাম কিবরিয়া মিঠু শুক্রবার রাতে নড়াগাতি থানায় মামলাটি করেন। কালিয়া উপজেলা ও নড়াগাতি থানা বিএনপির ৭৫ নেতা-কর্মীর নামোল্লেখ ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি বলেন, সম্রাটের ওপর হামলার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত নন।
দলকে কোণঠাসা করতে এবং দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ষড়যন্ত্রমূলকভাবে ত্যাগী নেতা-কর্মীদের নামে মামলা করা হয়েছে। নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানান, মামলা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এজাহার সূত্রে জানা যায়, ১৮ মে দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মুন্সী আরাফাত রহমান কালিয়ার বেন্দারচর সোলাবিল মাঠে ঘৌড়দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে আসছিলেন। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অতিথিদের চাপাইলঘাট থেকে নিয়ে আসার পথে আসামিরা হামলা চালান। আবদুল লতিফ সম্রাট ও মুন্সী আরাফাতসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। নেতা-কর্মীদের বহনকারী মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।