গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাসচাপায় গুরুতর আহত হয় শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়। গতকাল খবর বিদ্যালয়ে পৌঁছলে সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। প্রতিবাদে ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।