সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভূইয়া এ তথ্য জানান। ক্যাম্পে রোগীদের চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়।