চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক ইব্রাহিম বাবুর (২৮) লাশ ছয় দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতের কৃষ্ণনগর থানা পুলিশ। ইব্রাহিম বাবু দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।
বিজিবি ও ইব্রাহিম বাবুর পরিবারের সদস্যরা জানান, গত ২ জুলাই সীমান্ত এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন বাবু। এ সময় বিএসএফের গুলিতে বাবু মারা যান। পরে বিএসএফ বাবুর লাশ নিয়ে যায়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, মঙ্গলবার রাতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় পুলিশ ইব্রাহিম বাবুর লাশ হস্তান্তর করে। নিহতের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।