খাগড়াছড়িতে ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা এরকম জঘন্য কাজে লিপ্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
২৭ জুন ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। তবে পরিবার বুধবার রাতে ঘটনাটি জানতে পারে। এরপর রাতেই ওই কিশোরীর মা থানায় মামলা করেন।
মামলার পর রাতেই অভিযুক্ত ছয়জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সদর উপজেলার আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫) ও এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)। পলাতক দুই আসামি হলেন- মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)।
সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।