চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার সলিমপুর ইউনিয়নে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গতকাল ভোরে লাশটি পাওয়া যায়। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, সলিমপুর সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের মুখে লাশটি পড়ে ছিল। খবর পেয়ে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের কোমরের ওপরের অংশ থ্যাঁতলানো, মুখে আঘাতের চিহ্ন রয়েছে।