গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সোবহান কর্মস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সকালে ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। মৃত আবদুস সোবহানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। ২০২১ সালের ২৫ জুলাই তিনি ফুলছড়ি উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন। সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, সকালে হেঁটে কোয়ার্টারের দিকে যান আবদুস সোবহান। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।