সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার দুপুরে জেলা সদরের রায়পুর মিলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- মো. নবাব চৌধুরী (২৫) ও সেলিম রেজা (৩৫)।
গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, আটকরা দীর্ঘদিন থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় ফেনসিডিল ক্রয়বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, মাদকের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৪৮০ টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।