নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি নামে এক গৃহবধূ ও যশোরে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে শিমরাইলের সওজের কলোনি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সাবিনা ঢাকার গুপিবাগ এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
এদিকে সকাল ৯টায় দিকে পাইনাদী মুক্কিনগর এলাকার ডিএনডি লেক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। যশোর : যশোরে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ছাদে বসে ছিলেন রেজাউল। রাত সাড়ে ১২টার দিকে ফোন করে কেউ তাকে বাড়ির বাইরে ডাকেন। তিনি বাড়ি থেকে বের হলেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
চিৎকার শুনে স্থানীয়রা এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, রেজাউল যুবলীগের কর্মী ছিলেন। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরুমতি খাল থেকে সমশু মিয়া (৭৮) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সমশু চন্দনাইশের দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়ার বাসিন্দা।
চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, লাশটি গলিত ছিল। ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে ইলিয়াছ জানান, তার বাবা ৮ আগস্ট সকালে চট্টগ্রাম শহরে বোনের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে খাবার হোটেলে নাস্তার বিল দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২) আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত গোলাপ মিয়া (৩৬) উপজেলার দক্ষিণ চক দারিয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক এমপির সহযোগী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে অসীম গোলাপ মিয়ার কাছে বিল এবং বকেয়া টাকা চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে তিনটি গুলি করেন। অসীমকে উদ্ধারে কর্মচারী সেলিনা বেগম এগিয়ে এলে তাকেও গুলি করেন গোলাপ। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।