হয়রানি বন্ধসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরের কাহারোলে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন থ্রি হুইলার চালকরা। কর্মসূচির শুরুর প্রায় ২ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। গতকাল দিনাজপুরের দশমাইল এলাকা চালকরা এ কর্মসূচি পালন করেন। হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।