চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে আনোয়ার আজম খান (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। তিনি এম স্টল স্টক নামে একটি জাহাজের সুপাইভাইজার হিসেবে কর্মরত ছিলেন। ওই জাহাজের কর্মকর্তাদের বরাতে পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসান উদ্দীন জানান, এখনো পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান মেলেনি।