চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। এর আগে রবিবার একটি মামলার অভিযোগপত্র আদালত আমলে নেওয়ায় স্থানীয় সরকার বিভাগের উপসচিব নূরে আলম এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহীদ রানা টিপু চারটি হত্যা মামলার আসামি। এর মধ্যে তিনটি মামলারই প্রধান আসামি তিনি। এ ছাড়া ককটেল বিস্ফোরণসহ অন্যান্য অপরাধেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।