বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় ইবনে সউদ (৪২) নামে এক নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নাংলু গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইবনে সউদ ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে। ওসি সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।