ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও ঝাউচর এলাকায় জি ফোম নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কারখানার মেশিনারিজ, কাঁচামাল ও তৈরিকৃত ফোম পুড়ে যায়। পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।