সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ ও ব্যস্ত কোচাশহর-ফাঁসিতলা সড়ক যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হাজার হাজার যাত্রীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের কোচাশহর চারমাথা মোড় থেকে ফাঁসিতলা বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক কয়েক বছর আগে সংস্কার করা হয়। এরপর ওই সড়কে আর কোনো উন্নয়ন হয়নি। ব্যস্ত এ সড়কে প্রতিদিন ট্রাক, সিএনজি, প্রাইভেট কার, নসিমন, ইজিবাইক, অটোরিকশাসহ অসংখ্য যানবাহন চলাচলের কারণে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। খানাখন্দে পড়ে যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কোনো যানবাহন গর্তে আটকে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়ে থাকে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। ঢাকা-রংপুর মহাসড়কের যানবাহন এ সড়ক দিয়ে মহিমাগঞ্জ হয়ে সাঘাটাসহ আশপাশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। বগুড়া, দিনাজপুর ও রংপুরগামী যানবাহনও অনেক সময় এ সড়ক দিয়ে চলাচল করে। সরেজমিন দেখা গেছে, উপজেলার মহিমাগঞ্জে ভারী শিল্পকারখানা থাকায় এ সড়কে যানবাহনের চাপ বেশি। হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপাড়া বাজার পর্যন্ত সড়কটির অনেক জায়গা ভেঙেচুরে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে ধর্মা কাজীপাড়া অংশে সড়কের অবস্থা খুবই নাজুক। স্থানীয়দের অভিযোগ, সড়কের এ বেহাল অবস্থার কারণে সেখানে যানবাহন চলাচলও কমছে। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয় শাহাদুল ইসলাম, হাবিবুর রহমান বলেন, এ সড়ক আগে রংপুর চিনিকলের আওতায় ছিল। তখন তারা নিয়মিত সড়কের রক্ষণাবেক্ষণ করত। এখন সড়কটি বেহাল থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা মানুষ বহু কষ্টে যাতায়াত করে। কোচশহর এলাকার হোসিয়ারি ব্যবসায়ী সাইদুর রহামান বলেন, সড়কটি ভেঙেচুরে যাওয়ায় মালামাল আনা-নেওয়া করতে বেশি টাকা ভাড়া গুনতে হচ্ছে। দূরের ব্যবসায়ীরাও এলাকায় কম আসছেন। এতে ব্যবসায় ঘাটতি হচ্ছে। সিএনজিচালক শফিকুল ইসলাম, অটোরিকশাচালক হাসান আলীসহ অনেকেই বলেন, ভাঙাচোরা এ সড়কে যেতেই চাকা গর্তে পড়ে যায়। অনেক সময় গাড়ি আটকে ও উল্টে যায়। তখন পড়তে হয় বিপাকে। কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক বলেন, ইতোমধ্যে সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, ‘কোচাশহর-ফাঁসিতলা সড়কে খানাখন্দের বিষয়ে শুনেছি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- ‘১৮৫ পোশাক কারখানা বন্ধ, হাজারো শ্রমিক বেকার’
- সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
- বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
- বরিশাল মেডিকেলে দুটি ল্যাব ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
- ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা
- বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় প্রতারণার মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার
- এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা
- রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
- চার শীর্ষ ধনীর হাতে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চার মাধ্যম
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
- শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুনে দগ্ধ ৭ শ্রমিক
- পরিবহন ধর্মঘটে অচল নেত্রকোনা, চরম দুর্ভোগে যাত্রীরা
- ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : আহমদ তৈয়্যব
- পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখলের দাবি তালেবানের
- লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চলাচলের অনুপযোগী সড়ক
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর