বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন হলে কৃষক শ্রমিক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়ন হবে। কেও না খেয়ে মরবে না। আর কোনো স্বৈরাচার এ দেশে জন্মাবে না। দেশের টাকা পাচার হবে না। সব চেয়ে বেশি লাভবান হবেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। এ জন্যই ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার প্রতিটি ইউনিয়নে বিপ্লবী নেতা তারেক রহমানের ৩১ দফার বাণী পৌঁছে দিচ্ছি। গতকাল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বাবর বাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি এস এ জিন্নাহ কবীর আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে এই এলাকায় স্থায়ীভাবে নদীভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। অ্যাডভোকেট আলেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন কাজী মোস্তাক হোসেন দিপু, মাসুদুর রহমান, হাবিবউল্লাহ নোমানী, মানিকুজ্জামান।