কুমিল্লার বুড়িচংয়ে কেক কেটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গতকাল বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে। আটকরা হলেন- আবিদপুর গ্রামের আনোয়ার, মোখলেসুর রহমান এবং শাহজাহান। তারা মোকাম ইউনিয়ন যুবলীগের সদস্য। পুলিশ জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মোকাম ইউনিয়নে অনুষ্ঠানের আয়োজন করে কেক কাটা হয়। এর নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মজিবুর রহমান। অনুষ্ঠানের ভিডিও মজিবুর ফেসবুকে পোস্ট করেন।