বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ ইউনিট। গতকাল শহরের একটি হোটেলে এ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আকবর হোসেন। তিনি বলেন, সার ডিলার নিয়োগ ও বিতরণ-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন হতে যাচ্ছে। ইউনিয়নভিত্তিক তিনজন করে সার ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করা হয়েছে, তা বিতরণ ব্যবস্থায় সুফল বয়ে আনবে না।