বগুড়ায় যুবদল নেতা ও ইজিবাইক চালক এবং ফেনীতে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ উঠেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বগুড়া : কাহালুতে গতকাল দুর্বৃত্তের হামলায় রাহুল সরকার (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। উপজেলার মাগুরা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। রাহুল বগুড়া শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার আবদুস সোবাহানের ছেলে। জানা যায়, দুপুরের দিকে রাহুল সরকার মাগুরা গ্রামের উত্তর পাড়ায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেওয়া আছে। সেই পুকুরে মাছ ধরছিলেন তিনি। তখন একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। রাহুল সেখানেই মারা যান। কাহালু থানার ওসি নিতাই চন্দ্র দাস বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যা। ইজিবাইক চালকের লাশ উদ্ধার : বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বুড়ইল ইউনিয়নে জঙ্গল থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। ফেনী : ফেনীর দাগনভূঞা পৌরসভার এক বাড়িতে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর (৪৫)। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্ত্রী খালেদাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে। কারণ খতিয়ে দেখা হচ্ছে।