ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন তালুকদারের (৭০) মাথার চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার মামলায় পুলিশ গতকাল একজনকে গ্রেপ্তার করেছে। তার নাম রফিকুল ইসলাম মজনু তালুকদার (৪৫)। তিনি উপজেলার কামারিয়ার সাধুপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি মামলার এজাহারনামীয় আসামি। তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী হালিম উদ্দিন তালুকদারের বড় ছেলে শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে তারাকান্দা থানায় মামলা করেন।
ঘটনার সূত্রপাত ঘটে কোরবানি ঈদের কয়েক দিন আগে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তারাকান্দার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের বৃদ্ধ হালিম উদ্দিন তালুকদারকে কয়েকজন জোরপূর্বক মাথার চুল ও দাড়ি কেটে দিচ্ছেন। এ সময় বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’