দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহানকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদ, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। গতকাল বোচাগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. রুবেল, ইমরুল রেজা, আলমগীর শাহ, মো. মাসুদ খাঁন প্রমুখ। বক্তারা বলেন, বোচাগঞ্জ উপজেলার চিহ্নিত কয়েক সন্ত্রাসী ও চাঁদাবাজের জন্য ব্যবসায়ী মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।