নীলফামারীতে এক গরু ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা মধ্যপাড়া গ্রামের বাঁশঝাড় সংলগ্ন গাছ থেকে গতকাল দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম মোস্তাফিজার রহমান (৩০)। তিনি ওই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কুদ্দুছ জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলমান। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।