চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তিন কর্মকর্তা হলেন- চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা (বিল) আশুতোষ দে ও হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট) মাসুদুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে দুদক ও স্থানীয় সরকার বিভাগকে জানাতে হবে। জানা যায়, জাইকার আওতায় সোনালী ব্যাংক লিমিটেডের সিরাজউদ্দৌলা রোড শাখায় পরিচালিত হিসাব থেকে চসিকের অনুকূলে জমা দেওয়ার জন্য ইস্যুকৃত ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার টাকার চেকটি ভাউচার পরিবর্তন করে অন্যভাবে ব্যবহার করে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখার সাবেক সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান ও চসিকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।