বরিশাল, রংপুর, চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বরিশাল : বাবুগঞ্জে বাস চাপায় প্রাণ গেছে এক বিক্রয় প্রতিনিধির। বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মোল্লা (২৫) ঝালকাঠি সদর উপজেলার সিংহপুর গ্রামের সোহেল রানা মোল্লার ছেলে। পুলিশ জানায়, সাগর বাইসাইকেলে নতুনহাট যাচ্ছিলেন। তখন বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়।
রংপুর : কাউনিয়া উপজেলার তেলিপাড়ায় গতকাল দুপুরে অটোভ্যান উল্টে মারা গেছে এক শিশু। নিহতের নাম হাফছা তাবাসুম (২)। সে ওই এলাকার হামিদুল ইসলাম ও মর্জিনা বেগমের মেয়ে। কাউনিয়া থানার ওসি জানান, এ বিষয়ে মামলা হয়েছে। অটোচালককে শনাক্তের চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গা : বন্ধুর বিয়েতে যাচ্ছিলেন দুই তরুণ। পথে সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। এ দুর্ঘটনায় বাসযাত্রীসহ আরও দুজন আহত হয়েছেন। সদর উপজেলার জাফরপুরের বিজিবি হাসপাতালের কাছে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে ও পেশায় ফ্রিল্যান্সার ছিলেন। তার বন্ধু আহত তুহিন একই গ্রামের শাহীন শেখের ছেলে। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
গাইবান্ধা : সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাত ৯টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজু মিয়া উপজেলার থ্যালথ্যালী বাজার এলাকার মেছের আলীর ছেলে।