বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন চলতি বছর অভিযান চালিয়ে ৫০১ জনকে আটকসহ প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে। গতকাল রংপুর রিজিয়নের অধীন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সমে¥লনে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আকরাম ও সহকারী অধিনায়ক রফিকুল ইসলাম।