বিএনপির প্রার্থী ঘোষণার পরই সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। বিভিন্ন স্থানে গতকাল মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেছে কেউ কেউ। দিচ্ছে নানান প্রতিশ্রুতি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল : দেশে যাতে ভোট না হয়, বিএনপি ক্ষমতায় না আসতে পারে সেজন্য কিছু লোক ষড়যন্ত্র করছে মন্তব্য করেন বরিশাল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে মতবিনিময় সভায় গতকাল এ মন্তব্য করেন তিনি। সরোয়ার বলেন, সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। ১৬ বছর ভোট হয়নি। জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য।
ভাঙ্গা : ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ গতকাল নির্বাচনি এলাকায় আসেন। দুপুরে নগরকান্দার লস্করদিয়া গ্রামের নিজ বাড়ির পাশে ‘ওবায়েদ চত্বরে’ নেতা-কর্মীর উদ্দেশে বক্তৃতা করেন তিনি। বলেন, ‘আমাদের যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধ শুরু হয়েছে।’ নেতা-কর্মীর উদ্দেশে বলেন, আপনাদের সৎ থাকতে হবে, সৎপথে চলতে হবে, জনগণের পাশে থাকতে হবে। আপনারা কেউ অন্যায় কাজে জড়িত হলে তিনি আমার যত কাছের হন ছাড় দেওয়া হবে না।’
চট্টগ্রাম : রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম গতকাল বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেন। বড় মাওলানা সাহেব ও শাহ সাহেবের কবর জিয়ারত এবং কয়েকটি মন্দির পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন উপজেলা জামায়াত আমির হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, রাশেদুল ইসলাম প্রমুখ। রেজাউল করিম বলেন, তাদের গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে আগামীর রাঙ্গুনিয়া হবে দাঁড়িপাল্লার। আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মনোনয়নবঞ্চিত জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি ও ছাত্রনেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে গতকাল সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।
গোপালগঞ্জ : ঢাকা থেকে মুকসুদপুর ফেরার পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। বুধবার তার আগমন উপলক্ষে মুকসুদপুরের বরইতলা বাসট্যান্ড থেকে কাশিয়ানী পর্যন্ত ৫৫ কিলোমিটার রাস্তার দুই পাশে জনতার ঢল নামে। কাশিয়ানী বিএনপি কার্যালয়ে জনসভায় সেলিমুজ্জামান বলেন, ‘আমি আপনাদের সন্তান। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে।’
ভোলা : ভোলা-১ (সদর) আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর নির্বাচনি এলাকায় তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। গতকাল গোলাম নবী ঢাকা থেকে সড়ক পথে লক্ষ্মীপুর আসেন। সেখান থেকে স্পিডবোটে ভোলার ইলিশা লঞ্চঘাট পৌঁছলে হাজার হাজার নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে একত্রে কাজ করার আহ্বান জানান।
ঝালকাঠি : বিএনপির মনোনয়ন পাওয়া বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো গণসংযোগ করেছেন। গতকাল সকালে তিনি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের বাসায় যান। ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। এরপর সৈয়দ হোসেনকে নিয়ে জেলার সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন শুভেচ্ছা বিনিময় করেন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকতে পারে-এটাই গণতন্ত্র। বিএনপি গণভোটের বিরুদ্ধে নয়। বিএনপিও গণভোট চায়। সেটা একই দিনে (সংসদ নির্বাচনের দিন)। গতকাল আখাউড়া উপজেলার নিজ গ্রাম ছতুরাশরীফে মা-বাবার কবর জিয়ারত এবং ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।