বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জে পানগুছি নদীতে নির্মিত হয়নি কোনো সেতু। এ এলাকার লাখ লাখ মানুষকে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ট্রলারে খরস্রোতা এ নদী পারাপারের সময় ১২ বছরে মৃত্যু হয়েছে ৩০ যাত্রীর। মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের অংশে এ নদী দিয়ে প্রতিনিয়ত কার্গো জাহাজ চলাচল করায় ট্রলারে যাত্রী পারাপার খুবই ঝুঁকিপূর্ণ, বলছেন সংশ্লিষ্টরা। তার পরেও প্রতিদিন ঝুঁকি নিয়ে মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলা, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলার ৫ লাখ মানুষকে ইঞ্জিনচালিত ছোট ট্রলারে পানগুছি নদী পারাপার হতে হচ্ছে। বাগেরহাট সড়ক বিভাগ বলছে, জনগুরুত্বপূর্ণ পানগুছি সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। তবে অর্থ বরাদ্দ না থাকায় পানগুছি সেতুর দরপত্র আহ্বান করা যাচ্ছে না। এ নদীর উত্তরপারে সোলোমবাড়িয়া ঘাট ও দক্ষিণ পারে মোরেলগঞ্জ ঘাট। ট্রলারে পারাপার হওয়া যাত্রী ইব্রাহীম হোসেন, শঙ্কর চন্দ্র সাহা, ইলিয়াস শিকদার ও বিলকিস আক্তার জানান, সুন্দরবনের শরণখোলা দেখতে আসা পর্যটকদের এ নদী পারাপার হতে হয়। মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলা, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলার ৫ লাখ মানুষকে অফিস-আদালত, চাকরি, স্কুল-কলেজে যেতে প্রতিদিন ঝুঁকি নিয়ে পানগুছি নদীর খেয়া ট্রলারে পারাপার হতে হয়। প্রতিটি ট্রলারে ৩০ জন যাত্রী পারাপারের নির্দেশনা থাকলেও শতাধিক বহন করা হয়। মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের অংশে নদীতে প্রতিনিয়ত কার্গো জাহাজ চলাচল করে। এর মধ্যেই প্রতিটি খেয়া ট্রলারে অতিরিক্ত যাত্রী পারাপার করা হয়। খেয়া মালিকদের উদাসীনতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এভাবে পানগুছি নদী পারাপার হতে গিয়ে ১২ বছরে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১৭ সালের ১৮ মার্চ পানগুছি নদীতে শতাধিক যাত্রীবোঝাই একটি ট্রলার ডুবে ৫ শিশু, ৯ নারী ও ৫ পুরুষের মৃত্যু হয়। প্রতিনিয়ত চরম ঝুঁকিপূর্ণভাবে ট্রলার চলাচল করলেও দেখার কেউ নেই। বাধ্য হয়েই ইঞ্জিনচালিত ছোট ট্রলারে পারাপার হতে হচ্ছে। তাঁরা জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ‘পানগুছি সেতু নির্মাণ প্রকল্পটি ২০২১ সালে একনেক সভায় পাস হয়েছে। ২০২১-২২ অর্থবছরে প্রকল্পটি এডিপিতে অন্তর্ভুক্ত ছিল। অর্থ বরাদ্দের ছাড়পত্র পেলেই দ্রুত দরপত্র আহ্বান করা হবে।’
শিরোনাম
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১