দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-
ঝিনাইদহ : ঝিনাইদহে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বৃদ্ধ রশিদুল ইসলাম ওরফে মধু মুন্সী (৬৭) ও আসলাম হোসেন (১৭)। মধু মুন্সীর বাড়ি সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে। কিশোর আসলাম শৈলকূপা পৌরসভার কবিরপুর গ্রামের রাসেম বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, গতকাল ভোরে মধু মুন্সী গ্রামের মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বন্ধুর মোটরসাইকেল থেকে পড়ে আসলামের মৃত্যু হয়।
কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহিন আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। গতকাল দুপুরে দাদামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট : গতকাল সকালে জেলা সদরের খানজাহান আলী মাজার এলাকায় বাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারের নোয়াপাড়া চৌরাস্তা এলাকায় গতকাল সকালে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে রুহেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রুহেল ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা।