সিরাজগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ সকাল সাড়ে ছ’টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, কোরানখানি এবং বিকেলে মিলাদ মাহফিল দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. কে.এম. হোসেন আলী হাসানসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে দুপুরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ, সলঙ্গা উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসুচী পালন করে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন