কারো মৃত্যু হলে স্বভাবতই আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা স্বজন হারানোর ব্যথায় কান্না করবে আর স্বজনদের চোখের জল প্রমাণ করবে তাদের কাছে সেই মানুষটি কতটা আপন ছিল। কেউ শোকে পাথর পর্যন্ত হয়ে যায় আর আহাজারীতে আকাশ বাতাশ ভারি হয়ে উঠে এটাই স্বাভাবিক।
কিন্তু কারো মৃত্যুর পর তার লাশ আত্মীয়স্বজনের কাছে না পৌঁছানো বা এমনকি তাদের খোঁজ না পর্যন্ত পাওয়া নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য বড়ই দুর্ভাগ্যের। গত সোমবার বালিগ্রাম এলাকার সনমান্ধি গ্রামে ধান ক্ষেত থেকে মাথাবিহীন এমনই এক হতভাগা যুবকের লাশ উদ্ধার করে ডাসার থানা পুলিশ। আর মাথা না পেয়ে শত চেষ্টা করেও তার পরিচয় মেলাতে পারেনি পুলিশ। শেষে নিরুপায় হয়ে লাশ ময়নাতদন্তে পাঠায় মাদারীপুর সদর হাসপাতালে। সেখানে ময়না তদন্তের পরে মর্গে লাশ রাখা হলে ৩ দিনেও কেউ তার সন্ধানে আসেনি। ফলে মাদারীপুর পৌর কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে তারা বেওয়ারিশ হিসেবেই লাশটি দাফন করে।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর ২০১৫/শরীফ