সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় সুমী খাতুন (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার শাহজাহানপুর গ্রামে তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ সুমী ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ও একই উপজেলার কালিগঞ্জ গ্রামের আবুল হোসেনের মেয়ে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, বুধবার সকালে গৃহবধু সুমী খাতুনের লাশ তার স্বামীর ঘরের বারান্দা থেকে উদ্ধার করা হয়। তবে শ্বশুড়বাড়ির লোকজন দাবি, বিষপানে সে আত্মহত্যা করেছে। সঠিক কারণ নির্ধারণের জন্য লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব