নাশকতার মামলায় নোয়াখালীতে বিভিন্ন উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার দিনগত রাতে রোববার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সূবর্ণচর উপজেলা শিবিরের সভাপতি আমানত উল্যাহ ও সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল করিমসহ ২৫ জন।
পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার পলাতক আসামী। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন