যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
রবিবার দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ববিবার সকাল সাড়ে ৮টায় প্রশাসন ভবন চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। পরে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন