পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে পড়ে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
আজ রবিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে থেকে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মিয়া হোসেন (৩৫)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার মেছরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পাবনা ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ সহকারী পরিচালক কেএম সাইফুল ইসলাম বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা বগুড়াগামী রাসেল পরিবহনের একটি বাস (মাগুড়া ব-১১-৩০২) পাবনা-বগুড়া মহাসড়কের মুলাডুলি বাজারের নিকট নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববতী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মিয়া হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ২০ জন। পরে আহতদের মধ্যে অপর একজন মারা যায়। তবে তাৎক্ষনিক ওই ব্যাক্তির নাম পরিচয় জানাতে পারেনি পায়ার সার্ভিস ষ্টেশনের ওই কর্মকর্তা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার বিগ্রেডের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন