নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে দেবরসহ শ্বশুর বাড়ির লোকজন ইয়াছমীন আক্তার (৩২) নামে এক গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করায় ওই গৃহবধূর স্বামীকে পিটিয়ে আহত করা হয়। রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূ ইয়াছমিন আক্তার জানান, কাঞ্চন এলাকায় পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী ওমর ফারুক ও তার সঙ্গে দেবর ফরিদ হোসেনসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিলো। রবিবার দুপুর ২টার দিকে ফরিদ হোসেনসহ শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ ইয়াছমিন আক্তারকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এসময় তার স্বামী ওমর ফারুক প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে।
এদিকে, অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা বলে দাবি করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ রশিদা