লক্ষ্মীপুরে সুপারী চুরির অপবাদ সইতে না পেরে আকরাম হোসেন নামে ১০ বছরের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আজ রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত আকরাম একই গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে ও পেয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা যায়।
নিহত আকরামের বড় বোন শারমিন ও খালা ফাতেমা বেগম জানান, আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানোর পর রবিবার স্কুলে যেতে বাড়িতে আসে আকরাম। এসময় তাদের পাশের বাড়ীর আবুল কালাম ও শামছুন্নাহার তাকে সুপারী চুরির অপবাদ দিয়ে গালমন্দ করে। এসময় আকরাম কান্নাকাটি করে এবং তাদের গালমন্দ সইতে না পেরে বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এস আই) ময়নুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু আকরামের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন