জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে স্থানীয় বিএনপির এক কর্মীসহ জয়পুরহাটে বিভিন্ন মামলায় আরো ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপির ওই কর্মীর নাম মতিবুল ইসলাম (৩৭)। তার নামে মামলা হয়েছে।
রবিবার দিনগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত জয়পুরহাট সদর থানাসহ জেলার অন্যান্য থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জয়পুরহাট জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. হানিফ হোসেন জানান, আজ সোমবার আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ