যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে হরতাল ডেকে মাঠে নামেনি চাঁপাইনবাবগঞ্জের জামায়াত নেতারা। আজ সকাল ৬টা থেকে সকাল সন্ধ্যার এ হরতাল ঢিলেঢালাভাবে চলছে।
চাঁপাইনবাবগঞ্জে হরতালে বড়-বড় মার্কেট ছাড়া ছোটখাট দোকান-পাট খোলা রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় যানবাহন চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। অফিস-আদালত খোলা রয়েছে। সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রফতানি এবং লোড-আনলোড স্বাভাবিক রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। তবে কোথাও কোনো পিকেটার দেখা যায়নি। এমনকি হরতালের সমর্থনে জামায়াত মিছিল পর্যন্ত করতে পারেনি।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ