নাশকতার দুটি মামলায় কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তিনি আজ সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.জি.এম. আল মাসুদ জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
চলতি বছরের ২১ জানুয়ারি বিরোধী দলের আন্দোলন চলাকালে সদর উপজেলার সুলতানপুর গ্রামে একটি ট্রাক ভাঙচুর করা হয। এ ঘটনায় ট্রাকচালক মনসুর আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ছাড়া ৫ জানুয়ারি সদরের রশিদাবাদ এলাকায় একটি তেলের টেংক লরিতে আগুন দেওয়ার ঘটনায় এর চালক মাহবুব অপর মামলাটি করেন। দুটি মামলাতেই যুবদল নেতা শরীফকে আসামী করা হয়। দ্বিতীয় মামলাটিতে শরীফকে গ্রেফতার দেখানো হয়।
দীর্ঘদিন পলাতক থেকে তিনি আজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তার নিযুক্ত আইনজীবী আছাদ রেজা মামলা দুটিকে মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক বলে উল্লেখ করে এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ