নীলফামারীর সৈয়দপুরে আজ সোমবার দুপুরে দুই গাঁজা বিক্রেতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবু ছলেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।
শহরের নিচু কলোনী এলাকার তছির উদ্দিনের ছেলে মজনু শাহ (২৫) গাঁজা বিক্রি করছিলেন। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। হাতিখানা এলাকার হাসেম তালুকদারের ছেলে হারুন-অর-রশীদ মিন্টুকে (৬৫) গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে দু'জনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫দিন করে কারাদণ্ড দেয়া হয়। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত গাঁজা বিক্রেতা ও সেবনকারীকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ