বগুড়ায় জামায়াতের ডাকা হরতালে জনজীবন স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের প্রতিবাদে শহরে মিছিল সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ।
জানা গেছে, জামায়াতের ডাকা হরতাল চলাকালে শহরে সকাল থেকেই অটো রিক্সা, সিএনজি এবং বিভিন্ন রুটে যানবাহন চলাচল করেছে। অফিস আদালত স্কুল কলেজ, ব্যাংক বীমা অফিস খোলা ছিল। দুপুরের পর থেকেই শহরের মার্কেটগুলো খুলতে শুরু করে।
এদিকে, হরতালের প্রতিবাদে বগুড়া পেৌর আওয়ামী লীগ শহরে মিছিল সমাবেশ করেছে। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন স্থানে সতর্ক প্রহরায় রয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ