ফরিদপুরের ভাংগায় খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পর আজ বেলা ১১টার দিকে তারা মারা যায়। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শিশুদের মা রেনু মালো।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেলার ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত সুকলাল মালোর স্ত্রী রেনু মালো (৫২) ও তার দু ছেলে-মেয়ে সুব্রত মালো (৮) এবং অনিতা মালো (১২) শনিবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। গতকাল সকালে তারা ঘুম থেকে না উঠলে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে আশংকাজনক হওয়ায় তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সুব্রত মালো ও অনিতা মালো মারা যায়।
হাসপাতালে ভর্তি থাকা রেনু মালো জানায়, শনিবার দুপুরে একই তরকারী দিয়ে খাবার খেলেও তাদের কোন অসুবিধা হয়নি। কিন্তু রাতে একই খাবার খেলে তারা অসুস্থ্য হয়ে পড়ে। তার আশংকা খাদ্যে কেউ বিষ মিশিয়ে থাকতে পারে। হাসপাতালের নার্স সালমা বেগম জানান, আশংকাজনক অবস্থায় তিনজনকে আনা হয়। ভাই-বোন মারা গেলেও তাদের মা বর্তমানে সুস্থ্য রয়েছে। তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়ায় শিশু দুটি মারা গেছে।
নিহতের ভাই ত্রিবাস মালো জানায়, সে ঢাকা থেকে খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারেন তার মা, ভাই-বোনকে বিষ মেশানো খাবার খাওয়ানো হয়েছে। কে বা কারা খাবারে বিষ মিশিয়েছে তা সে জানাতে পারেনি। তবে ত্রিবাস মালো জানান, এ ঘটনার পর থেকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা বাড়ি থেকে পালিয়েছনি।
কোতয়ালী থানার এসআই নজরুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় শিশু দুটি মারা গেছে। অসুস্থ রেনু মালোর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশের ময়নাতদন্তেরর পরই আসল ঘটনা জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা