সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউপির শালুয়াভিটা বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক রহমত আলীসহ স্থানীয়রা জানান, শালুয়াভিটা বাজারের শহীদুল্লাহ'র মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন মার্কেটের লেপতোষকের দোকান, ফলের দোকান, কসমেটিকস দোকান, ডেকোরেটরের দোকান ও ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। আগুনে ৭টি দোকান ভস্মিভুত হয়ে ব্যবসায়ীদের প্রায় ৩৫ লক্ষ টাকর ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেছেন। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে।
সদর থানার উপ-পরিদর্শক আজিম আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা