বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন বয়কট করে এ সকারকে অবৈধ সরকার বলে প্রচার করে বেড়াচ্ছে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি করে আসছে। অথচ শেখ হাসিনা সরকারের অধীনেই তারা পৌর নির্বাচনে অংশ নিচ্ছে। এটা কোন ধরনের রাজনীতির অংশ?’
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা হ্যালিপ্যাডে মঙ্গলবার বিকেলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ার দাবিতে অনুষ্ঠিত জেলা ওয়ার্কার্স পার্টির সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাকা ও মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান বিশ্বের কাছে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ তারাই নিজের দেশ ও জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আবার তারা বলে বেড়াচ্ছে, ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান কোনো যুদ্ধ পরিচালিত করেনি। যখনই জামায়াতকে নিষিদ্ধের দাবি উঠেছে তখনই খালেদা জিয়া বিশ দলীয় জোট গঠন করে যুদ্ধ ঘোষণা করেছে। সারা দেশে হত্যা, হামলা ও ভাঙচুর-তাণ্ডবলীলা চালিয়ে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে।’
ওয়ার্কাস পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম খাজার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান, নরুল ইসলাম, আমিরুল হক আমিন, কুতুব উদ্দিন, শাহ জাহান শিকদার, মো. সাঈদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন