ফেনীতে দৈনিক বজ্রশক্তি নামে এক পত্রিকার প্রচারণা চালানোর সময় হিজবুত তাওহীদের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফেনী ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে পত্রিকাটির নির্বাহী সম্পাদক শফিকুল ইসলাম, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির সাইফুল ইসলাম ও ফেনী জেলা আমির দিল আফরোজের নাম জানা গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহিনুজ্জামান জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বিডি-প্রতিদিন/ ০১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন