সিলেটের বিশ্বনাথে লোকালয়ে ঢুকে নারীসহ ২৫ জনকে কামড়ে আহত করেছে কয়েকটি শিয়াল। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কোনারাই গ্রামের জালাল আহমদ নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার পথে শিয়ালের আক্রমনের শিকার হন। পরে তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে শিয়ালগুলো প্রায় ২৫ জনকে কামড়ায়। শুরুতর আহত জগতপুরের নানু মিয়া (২৯), রুপবান বেগম (৫৯), কালু মিয়া (৪০), শিল্পী বেগম (২৫), শাহবাজপুরের শাহ আলম (৩৫), কান্দিগ্রামের জানাহারা বেগম (৩০), কাহিরঘাটের আবদুস ছাত্তার (৩৫), কোনারাই গ্রামের নূর আলম (২৯) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শিয়াল আতঙ্ক দেখা দিয়েছে। শিয়ালের আক্রমন থেকে রক্ষা পেতে গ্রামবাসী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘবব্ধভাবে চলাফেরা করছেন।
মাইজগ্রামের আহমদুর রহমান বলেন, শিয়ালের উপদ্রবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় পল্লী চিকিৎসক প্রদীপ চন্দ্র পাল বলেন, রাতে হঠাৎ করে শিয়ালের কামড়ে আহতরা একে একে চেম্বারে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে জলাতংকসহ নানা রোগ ছড়াতে পারে। আক্রান্তদের ভ্যাকসিন (টিকা) নিতে হবে।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব