খাগড়াছড়ি সদর হাসপাতালে মায়ের সাথে চিকিৎসা নিতে এসেছিলেন শিশু হাসান (৫)। কিন্তু চিকিৎসা নিয়ে তার আর বাড়ি ফেরা হলো না।
বুধবার সকাল ৯টায় হাসপাতালের সামনে দন্ডায়মান ফ্লাগ স্ট্যান্ডের আঘাতে শিশুটি মারা যায়।
জানা গেছে, গঞ্জপাড়ার বাসিন্দা মা রুমি আক্তারের সাথে জেলা সদর হাসপাতালে আসে শিশু হাসান। দন্ডায়মান ফ্লাগ স্টান্ড ধরতে গেলে তা ভেঙ্গে পড়ে হাসান নিহত হয়।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব