সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে নিহত মো. জমির (২২) নামের বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে পুলিশের সহযোগিতায় লালাখাল ক্যাম্পের বিজিবি সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ১,২৯৯ এর কাছ থেকে লাশটি উদ্ধার করেন।
নিহত জমির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হরণি ময়নাবস্তির মো. ফরিদের ছেলে। স্থানীয়দের দাবি, ভারতীয় খাসিয়াদের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, বুধবার সকাল ৭টায় জমিরের গুলিবিদ্ধ লাশ হরণি ময়নাবস্তি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখে বিজিবির লালাখাল ক্যাম্পে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের সহযোগিতায় বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।
বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম জানান, জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকায় বাংলাদেশের প্রায় ৬০ গজ অভ্যন্তর থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই যুবক কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব