রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনায়ারুল আজীম আনার ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর গ্রুপের মধ্যে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মনির হোসেন সুমন (২৫) গুলিবিদ্ধ হয়েছেন।
তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত সুমন কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে। এসময় আরও বেশ কয়েকজন আহত। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনায়ারুল আজীম আনার এমপির সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় যুবলীগ নেতা পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর সমর্থকদের মধ্যে রাস্তা নির্মাণ নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ১২ টার দিকে উপজেলা শহরের আড়পাড়া পৌর মেয়রের বাসভবনের সামনে উভয় গ্রুপ অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর ছোঁড়া গুলিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মনির হোসেন সুমন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর সড়কের খয়ের তলা এলাকার সড়কটি অবরোধ করে রাখে এমপি আনার সমর্থকেরা। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু অভিযোগ করেন কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুর থেকে বাকুলিয়া রাস্তাটির কাজ চলছিল। মঙ্গলবার এমপি আনারের পিএস আঃ রউফ ওরফে রব, ছাত্রলীগ কর্মী শিবলী ও রাসেল এসে বাধা দেওয়াসহ লেবারদের মারধোর করে কাজ বন্ধ করে দিয়ে যায় এবং তারা এমপির সাথে দেখা না করে কাজ করতে নিষেধ করে। ফের আজ বুধবার সকালে লেবাররা কাজ শুরু করে। এসময় তারা বাধা দিতে গেলে এলাকাবাসী জোটবদ্ধ হয়ে রাসেলকে গলা ধাক্কা হটিয়ে দেয়। এতে তারা ক্ষুদ্ধ হয়ে আমার বাসভবনের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ ও বোমার বিষ্ফোরণ ঘটায়। আমি আত্মরক্ষার্থে আমার বৈধ অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছি। এতে কেউ আহত হয়নি।
ঘটনাটি নিয়ে কালীগঞ্জ-৪ আসনের এমপি আনায়ারুল আজীম আনারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা তিনি ফোন রিসিভ করনেনি।
এব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এলাকাটি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন